ময়মনসিংহে ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ¦ মোঃ গোলাম কিবরিয়া বলেছেন, পৌরবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই একটি উন্নত,আধুনিক, মডেল ও পরিচ্ছন্ন ফুলবাড়ীয়া পৌরসভা। জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ¦ মোঃ গোলাম কিবরিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মেয়র প্রার্থী বলেন, পৌরবাসী আপনারা আমাকে ২বার মেয়র নির্বাচিত করেছেন। আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনে পৌরবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত হয়ে আমি একটি আধুনিক ও পরিচ্ছন্ন ফুলবাড়ীয়া পৌরসভা গড়ে তুলতে চাই।
এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শরো, জেলা পরিষদের সদস্য রুহুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মনজুরুল হক রাসেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক আহম্মদ মিঠু, প্রেসক্লাববের সভাপতি গোলাম ফারুক আকন্দ, প্রেসক্লবাবের সভাপতি নুরুল ইসলাম খান, অনুষ্ঠাটির সঞ্চালনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ উপজেলার সকল প্রিন্ট,ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।