সরাইলে পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার বেপারী পাড়ায় (৬ নং বিটে) ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান। বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ। আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে জনসাধারণের শান্তির আস্থা হিসেবে তৈরি করতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় থাকবেনা কোন দাঙ্গা, মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ যে কোন ধরনের অপরাধ। যে দাঙ্গা সৃষ্টি করবে তার ব্যাপারে আমাদের কঠিন বার্তা, তিনি যত বড়ই হোক না কেন আইনের কাছে তিনি দুর্বল, তাকে আইনের হেফাজতে নেয়া হবে। তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা বিট পুলিশিংয়ের মাধ্যমে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। কে মাদক বিক্রি করে, কারা মাদক সেবন করে, মাদক সেবনকারী কোথায় যায়, এদের গড ফাদার কে? এ বিষয়ে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন।