রংপুরের পীরগাছায় আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক জরিপ কর্মীদের প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র বাস্তবায়নে এবং আরবান ডেভেলপমেন্ট এ- ওয়েলয়োর অর্গানাইজেশন (উডো), পীরগাছা’র আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, রংপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক মোশফিকুর রহমান, আরবান ডেভেলপমেন্ট এ- ওয়েলয়োর অর্গানাইজেশন (উডো)’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার কাজী আবদুল মতিন, আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার পলাশ চন্দ্র সরকার, ইএসডিওর ম্যানেজার সুজন মিয়া প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জরিপ কর্মীরা অংশ নেন।