ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়নের তল্লা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে বিশজন।এঘটনায় উভয় পক্ষের বিশ আহত হযেছেন।আহতদের জেলা সদর হাসপাতাল এবং আশুগঞ্জে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।দাঙ্গার সাথে জড়িত সন্দেহে কিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শিরা জানায়,মঙ্গলবার দুপর ১২টায় তল্লা গ্রামের চকবারজার এলাকায় ছয়ঘর পাড়ার বজলু মিয়ার ছেলে অটো রিক্সা চালক বাছির মিয়া অলফত আলীর বাড়ির সাত্তার মিয়ার ছেলেকে একা পেয়ে মেওে দেয়।এঘটনা জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়কে উঠে সংঘর্ষ শুরু করে।এক পর্যায়ে এসংঘর্স তল্লা গ্রামের তিনটি স্থানে ছড়িয়ে পড়ে।্এত তল্লা গ্রাম রনক্ষেত্রে পরিণত হয়। এ সময় মানুষ দিকবিদিক পালাতে থাকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ বিষয়ে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালা উদ্দিন বলেন,সংঘর্ষের খবর পেয়ে তৎক্ষনিভাবে আমি ঘটনাস্থলে পৌছে পুলিশকে খবর দেয়।আমি নিজে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক সাথে চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবদে মাহমুদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দাঙ্গবাজদের নিয়ন্ত্রনে আনি এবং পরিস্থিতি যেন আর অবনতি না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।