ভোলাহাট উপজেলায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।