কেশবপুরে সোমবার বিকেলে ৫৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের নির্দেশনায় থানার এস আই ফজলে রাব্বী উপজেলার গোপালপুর এলাকার কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে থেকে পাশ্ববর্তী কলারোয়া উপজেলার চানদা গ্রামের নজরুল ইসলামকে ব্যাটারি চালিত ভ্যানসহ তাকে আটক করে। এ সময় তার ভ্যানটির বর্ডি নিচ থেকে সাজিয়ে রাখা ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।