ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৌর নির্বাচনে শেষ মুহুর্তের প্রচারনায় ৬০ জন প্রার্থীদের মহিলা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। কোন কোন প্রার্থী পৌর সভায় ৯ টি ওয়ার্ডে ৯টি মহিলা দল গঠন করে ভোট প্রার্থনার ভিন্ন কৌশল অবম্বন করেছেন। ফুলবাড়ীয়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৩ হাজার ৭শত ৪৩ জন। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১১হাজার ৯শত ৪২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১১হাজার ৮শত ১জন।
এবার পৌর নির্বাচনে নানা মুখী প্রচারনায় মহিলারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উদ্ধুদ্ধ হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির লিপলেট প্রচারনা ছিল অন্যতম।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ চান মাহমুদ (ধানের শীষ) বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনিত মেয়র প্রার্থী মোঃ আলাল উদ্দিন (হাতপাখা), স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ গোলাম মোস্তফা ( জগ) স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া (নারিকেল গাছ)।
৫জন মেয়র প্রর্থী ১৬ জন সংরক্ষিত আসনের ও ৩৯ জন সাধারণ আসনের প্রতিদ্ধদ্ধি প্রার্থীরা মহিলা প্রচারনা দল গঠন করে প্রচারনায় নেমেছে বাড়ী বাড়ী। খোঁজ নিয়ে জানা গেছে, মেয়র প্রার্থী ,সংরক্ষিত ও সাধারণ আসনের প্রাথীদের স্ত্রী, কন্যা, ভাই বৌ, নিকট আত্মীয় মহিলারা প্রচরনা দলের নেতৃত্ব দিচ্ছেন।
পৌর সভার ভোট গ্রহনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি কক্ষের সংখ্যা ৬৯টি, প্রিজাইডিং কর্মকর্তা ১০জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৭৯ জন, পোলিং কর্মকর্তা ১৩৮ জন ময়মনসিংহ জেলার অতিরিক্তি রিটার্নিং নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম, সহকারী রিটার্নিং উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল জানান, প্রতিটি ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের জন্য আলাদা গেইটের ব্যবস্থা করা হবে।