রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি সোমবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন।এর আগে তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে বেলা ১১ টায় দায়িত্ত্ব হস্তান্তর উপলক্ষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী (আসাদ) নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সির নিকট পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সরকারি -বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান,বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল সাহা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল,, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয় প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ হবে এ উপজেলার আপামর জনগনের আশ্রয়স্থল, আমি জনগনের সকল ধরনের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাব। সর্বসাধারণের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।আমার প্রতি আস্তা রাখায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আমার দলীয় নেতা-কর্মী ও প্রানপ্রিয় গোয়ালন্দ উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।