মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজি ও পিকআপের মুখোমুখী সংঘর্ষ একজন নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টায় উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের খারশুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক এমদাদুল হক (২৫) শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরমনপুরা গ্রামের আলী আহমদের ছেলে।
সিরাজদিখান থানার শেখনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন, ঢাকাগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি চালক গুরতর আহত হয়। তাকে নবাবগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশ দায়িত্ব নিয়ে সমাধান করেছে।