দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আসামি করে অস্ত্র আইনে অবশেষে দিঘলিয়া থানায়একটি মামলা হয়েছে। সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান বাদি হয়ে সেনহাটি ইউনিয়নের বাসিন্দা বাবু গাজী, মিল্লাত ও জিয়া চৌকিদার এর নামে একটি মামলা দায়ের করেন যার নং-২০২। থানা সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১০টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় ঘটনা স্থল থেকে থানা পুলিশ ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি মোটর সাইকেল উদ্ধার করে। সেনহাটি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ সরদারের সাথে ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে জিয়া গাজী মাসুদ সরদারকে চড় মেরে ঘটনা স্থল ত্যাগ করেন। এরপর থেকেই ঘটনার সূত্রপাত ঘটে। প্রায় ১ঘন্টা পরে সেনহাটির চন্দনীমহল এলাকায় ২গ্রুপের মাঝে আবারও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাবু গাজী ও মিল্লাত নামে ২জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মুঠোফোনে গাজী জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি চড় মারার কথা স্বীকার করেন। পরবর্তিতে জিয়া গাজী পরিষদ থেকে বাড়ী ফেরার পথে পথিমধ্যে জিয়া চৌকিদার নামে এক ব্যক্তি তার উপরে হামলা চালানোর চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে জিয়া চৌকিদারকে ধাওয়া করলে জিয়া চৌকিদার এ সময় ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এরপর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।