শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ৫০ তম কাব স্কাউট ইউনিট লিডার ও ২৫ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর রোববার রাতে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন ,উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, এসিল্যান্ড কাউছার আহাম্মেদ, প্রধান শিক্ষক উমর ফারুক ও এফ এম রেজাউল করিম সহ অন্যান্যরা। এর আগে বিকেলে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম ও থানা কর্মকর্তা ইনচার্জ ( ওসি), মুশফিকুর রহমান।