ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ১ম বার্ষিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আছর থেকে মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা মূফতি আবদুর রহীম কাসেমীর সভাপতিত্বে মুফতি মোখলেছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি অলিউর রহমান হামিদী শায়খুল হাদিস বরুণা। বিশেষ অতিথি হিসেবে আল্লামা মুফতি মাজহারুল হক কাসেমী,মাওলানা ইসহাক আল-হুসাইন,মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা মুমিন উদ্দিন ওসমানী,মাওলানা নাসির উদ্দিন জাফরী,মাওলানা মুফতি আবুল খায়ের মিসবাহ্,মাওলানা আবদুস ছাত্তার,মাওলানা রায়হান আহমেদ শরীফীসহ আরো অনেক ওলামায়ে কেরামগণ মাহফিলে বয়ান করেন।