আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। রোববার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপজেলা নির্বাচন কমিশনারের কাছে প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ রোববার বিকেলে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহম্মেদ। মেয়র পদে তিনটি সহ ৪৯ টি মনোনয়ন পত্র জমা দেওয় হয়। মোট ৫০ টি মনোনয়ন পত্র বিক্রি হয়। শেষ পর্যন্ত ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে। আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি থেকে মো. মনিরুজ্জামান মনি, সিপিবি থেকে অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল মনোনয়ন পত্র জমা দেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ টি মনোনয়ন পত্র জমা দেন। বিএনপি প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর ও সিপিবি প্রার্থী অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন।