জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও আহাদ চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করায় রংপুরে আনন্দ মিছিল হয়েছে। রোববার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন, মহানগর যুব সংহতির ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, প্রচার সম্পাদক মুফতি। এ সময় মহানগর যুব সংহতি’র সভাপতি শাহীন হোসেন জাকিরের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান নেতাকর্মীরা।