১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে রংপুর মডেল কলেজে অধ্যক্ষ মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক সরোয়ার আলমের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওই ভার্চুয়াল আলোচনা সভায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন-সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আবদুস শুকুর খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আতিকা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এসএইচএম কামরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী ফারাহ রিস্তা সৃষ্টিসহ অন্যান্য শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাইদুর রহমান।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভা ও সেমিনারে উপস্থিত ছিলেন- অত্র কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ এবং শিক্ষার্থীবৃন্দরা।