মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মো: শরীফ বেপারী প্রধান অতিথি এবং মো: নজরুল ইসলাম মোল্লা বিশেষ অতিথি ছিলেন।সহকারী শিক্ষক রেজাউল কবিরের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,মোহাম্ম; জহিরুদ্দিন, বাবু মিঠুন কুমার পাল প্রমুখ।সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন কর্ম,আত্মত্যাগ তুলে ধরা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা-উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।