মনিরামপুরে এক বাক প্রতিবন্ধীকে তার সু-চিকিৎসার জন্য বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সহয়তা প্রদান করা হয়েছে। উপজেলার সাতগাতী সরদার মিল বাজারে অবস্থিত সমিতির পরিচালক আফজাল হোসেন রোববার সকালে উপজেলার পাড়িয়ালী গ্রামের বাক-প্রতিবন্ধী আসাদুর রহমানকে এ অর্থ প্রদান করেন। দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকেন।