সিরাজদিখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস রোববার বেলা ১১ টায় উদযাপন করা হয়েছে। উপজেলার সরকারি ইছাপুরা কেবি ডিগ্রি কলেজ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইছাপুরা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
সংগঠনের সভাপতি কমলকৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইছাপুরা কেবি ডিগি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার ও সকরকারি ইছাপুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাস শেখের সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদাক সুবীর চক্রবর্তি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সুমন মিয়া, যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ তালুকদার, প্রচার সম্পাদক ইলিয়াস সরদার প্রমুখ।