সিরাজদিখানে দৈনিক রজতরেখা পত্রিকার প্রথম বর্ষপুর্তি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক রজতরেখা পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাসুদের আয়োজনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বাসাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শেখ ইমারান হোসেন, লতব্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।