ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে রোববার দুপুরে আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো.ছফি উল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলঅ ভঅইস চেয়ারম্যান লিমা সুলতানা,উপজেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর মিজানুর রহমান, হাজী সায়দুর রহমান,মোহাম্মদ নাসির মিয়া,ইলিয়াছ আলী,মোশাররফ মুন্সি,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল সানি, যুগ্ম আহ্বায়ক রাফি হোসেন শিয়ন প্রমুখ।বক্তারা বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বধীন হতো না।কাজেই আমাদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করলেই দেশ উন্নতির শিখরে পৌছবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।