নীলফামারীর ডিমলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদকের অকাল মৃত্যুতে কালো ব্যাচ ধারন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিমলা উপজেলা শাখার আয়োজনে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের অকাল মৃত্যুতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ডিমলা উপজেলা যুবদল কালো ব্যাচ ধারন কর্মসূচি পালন করেছে। কর্মসুচীতে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক সইদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুবদল নেতা তারিকুল ইসলাম সোহাগ প্রমুখ।