সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছে। শনিবার রাতে হাতিখানা মহুয়াগাছ এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, রাতে খুলনা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে সৈয়দপুর স্টেশনে যাওয়ার সময় নিহত যুবক রেললাইন পার হচ্ছিল। এমতাবস্থায় সে হোচট খেয়ে পড়ে যায়। এতে তার ডান হাতটি ট্রেনের চাকায় কাটা পড়ে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই সে মারা যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ মো. আবদুর রহমান জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়।