দিঘলিয়া উপজেলার অপর এক ধর্ষন মামলার আসামি নুরু (৪২) কে ঢাকার রূপনগর থেকে দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
দিঘলিয়ার বাতিভিটা গ্রামে বাড়িওয়ালা কর্ত্তৃক ভাড়াটিয়া জনৈক কিশোরী (১৮) গত ১২ ডিসেম্বর ধর্ষনের শিকার হয়। ঘটনার পরদিন ধর্ষিতা কিশোরী নিজে দিঘলিয়া থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে ভাড়াটিয়া ধর্ষক নুরু (৪২) গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। গতকাল দিঘলিয়া থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে ধর্ষক নুরু রাজধানী ঢাকার রূপনগর এলাকায় অবস্থান করছে। দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী এর নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তন্ময় দ্রুততার সাথে ঢাকার রূপনগর এলাকা থেকে গ্রেফতার করে গত ৯ জানুয়ারি সকালে আসামি নিয়ে দিঘলিয়া থানায় পৌঁছে। দিঘলিয়া থানার ওসি আহসানুল্লাহ চৌধুরী জানান আমরা উন্নত প্রযুক্তি ব্যাবহার করে ইতঃপূর্বে আরেক ধর্ষক ডালিম সরদারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। অপরাদ করে কেউ পার পাবে না বলে হুশিয়ার করেন। আসামি ধর্ষক নুরু মোড়ল (৪২) আটক হওয়ায় ধর্ষিতার শিকার কিশোরী সহ তার পরিবার স্বস্তি প্রকাশ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।