খুলনার পাইকগাছায় ট্রী স্টলে ঢুকে ভাংচুর সহ নারী দোকানীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে উপজেলার সোলাদানা ইউপি'র ছালুবুনিয়াস্থ চৌরাস্তা মোড়ে বুদ্ধি প্রতিবন্ধি বিকাশ মন্ডলের চায়ের দোকানে এ ঘটনাটি ঘটেছে। মারপিটে আহত চা দোকানী লাবনী মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ গোপাল সরদার তার দু'ছেলে উৎফল ও উজ্জ্বল ও শংকর মন্ডল সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন।
খালিয়ার চক গ্রামের বাসিন্দা বিকাশ মন্ডলের স্ত্রী চা দোকানী লাবনী রানী জানান, অভাবের কারণে প্রতিবন্ধী স্বামী (বিকাশ) কে নিয়ে চৌরাস্তা মোড়ে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। তিনি অভিযোগ করেন তুচ্ছ ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম কাইনমুখি গ্রামের বাসিন্দা ঠাকুর জামাই গোপাল মন্ডল ও তার দু'ছেলে সহ কয়েকজন দূর্বত্ত আমার চায়ের দোকানে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করা মাত্রই এরা দোকানের লাইট নিভিয়ে মারপিট ও চেয়ার সহ একাধিক চায়ের কাপ ছুড়ে ভাংচুর করে ক্ষতি সাধন করেন। তিনি আরো জানান, অনাকাঙ্খিত প্রস্তাব করলে আমি থানায় জিডি করায় এ ঘটনা ঘটিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার একপর্যায়ে চিৎকার শুনে মারপিট ঠেকাতে গিয়ে আমরাও আঘাত প্রাপ্ত হই। তবে একটি সূত্র জানান, বিকাশের বাবা ধীরেন্দ্র নাথ মন্ডলের জমি অন্যত্র ডিড করে দেওয়াকে কেন্দ্র করে মনোমালিন্যোর জেরে এ ঘটনা ঘটতে পারে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসআই তাকবীর হোসেন মারপিট ও ভাংচুরের কথা স্বীকার করেছেন।