যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে শীতের পোশাক কিনতে আসার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা গেছে দুই যুবক। শনিবার দুপুর আনুমানিক ১২টার সময় যশোর-খুলনা মহাসড়কের সরদার জুট মিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইলের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো. আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬) ও একই এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)। নিহত নাসিরের মামা মুজিবর রহমান জানান, আমার ভাগ্নে নাসির ও ভগ্নিপতি রানা মোল্যা ব্লেজার ও কাপড়-চোপড় কেনার জন্য মোটরসাইকেল যোগে নওয়াপাড়া বাজারে আসার পথে খুলনাগামী একটি আলু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দ্রুতগতীতে আলু বোঝাই ট্রাকটি খুলনারা দিতে চলে যায়। এ বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, দূরঘটনাটি জানার পর ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।