ব্রাহ্মণভাড়িয়ার আশুগঞ্জে ফেন্ড্স ক্লাবে আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল খেলা যাত্রাপুর গ্রামের জসিম মিয়ার বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে। ওই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হানিফ মুন্সি স্পোর্টিং ক্লাব এবং খন্দকার স্মেসার্স নামে দুটি দল। খেলায় দুই শুন্য সেটে খন্দকার স্মেসার্স জুুটিকে হারিয়ে হানিফ মুন্সি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ঢাকাস্থ আশুগঞ্জ ব্যবসায়ী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ওই ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ^াস।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মুন্সি।এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ,আশুগঞ্জ শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি,জেলা কাজী সমিরি সভাপতি অধ্যক্ষ কাজী মহি উদ্দি মোল্লা,আশুগঞ্জ সদও ইউনিয়নের সাবেক চেয়ারম্যোন মোহাম্মদ মোবারক হোসেন,তারয়া ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান বাদল সাদির,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আমজাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী বাহা উদ্দিন বাহার,দিদারুল আলম।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনুল ইসলাম ডালিম। খেলা এবং আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন হানিফ মুন্সি স্পোর্টিং ক্লাবের খেলায়াড়দেও হাতে চ্যাম্পিয়ন পুরস্কার একচি ল্যাপটপ তুলেদেন।্এছাড়া রানাসআপদলকে একটি এলইড টিভি তুলেদেন।