কালীগঞ্জ প্রেসক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভূষণ স্কুল রোডস্থ কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে সভাতে খোলা কাগজের কামরুজ্জামান তোতা, খবরপত্রের হুমায়ুন কবির, সমাচার দর্পনের সুজন হোসেন ও মুহুর্ত্ব টিভির এহতেশাম রফিককে প্রেসক্লাবে নতুন সদস্যপদ দেওয়া হয়।
বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেনের, সদস্য গোলাম রসুল, সাবেক সভাপতি গ্রামের কাগজের টিপু সুলতান, সাংগাঠনিক সম্পাদক যায়য়ায়দিনের তারেক মাহমুদ, সহ-সভাপতি জয়যাত্রা টেলিভিশনের হাবিব ওসমান, উপদেষ্টা বৈশাখী টিভি ও ইত্তেফাকের রফিকুল ইসলাম মন্টু, নতুন কথার রেজাউল ইসলাম ও সান নিউজের এমদাদুল ইসলাম ইন্তা।
এ সময় সাংবাদিকগন বলেন, সকল ভেদাভেদ ভুলে এ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে অটুট বন্ধন ধরে রাখতে হবে। প্রেসক্লাবের নতুন ভবনের কাজ সম্পন্ন করতে হবে। এজন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়াও অদ্য সভাতে সিদ্ধান্ত গৃহিত হয় য়ে, মাননীয় এমপি আনোয়ারুল আজিম আনারকে প্রধান অতিথি করে বৃহৎ পরিসরে প্রেসক্লাবের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক বিশ^াস আবদুর রাজ্জাকের স্বরন সভা সহ শিঘ্রয় ক্লাবের সাধারন সভা ডাকা হবে। শেষে সর্বসন্মতিক্রমে ৪ জন নতুন সদস্যকে প্রেসক্লাবের সদস্যপদ দেওয়া হয়।