কুমিল্লার মুরাদনগরে ১২ বছর পর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৯ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে। সম্মেলনকে ঘিরে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছে। এরমধ্যে এক সাবেক শিবির কর্মী ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ার অভিযোগ ওঠেছে। ফলে সম্মেলনে উৎসবের আমেজ থাকলেও কিছু নেতা-কর্মীদের মধ্যে নানান বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযুক্ত ওই সাবেক শিবির কর্মী মেজবাহ উদ্দিন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের আবদুল হালিমের ছেলে।
জানা যায়, মেজবাহ উদ্দিন (২৬) দেবিদ্বার উপজেলার রসুলপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদরাসা থেকে হাফেজ হন। সেখানে লেখা-পড়া অবস্থায় শিবিরের কর্মী হিসেবে বেশ কিছুদিন সাংগঠনিক কার্যক্রতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে দেবিদ্বার উপজেলার ধামতী মাদরাসা থেকে দাখিল ও আলীম পাস করে কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজে ডিগ্রিতে ভর্তি হন। দাখিল পাস করার পরই মেসবাহ উদ্দিন খোলশ পাল্টিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে সখ্যতা গড়ে তোলেন। ওই সময়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হাত ধরে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি তার। আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বলয় তৈরী করে এখন ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সাবেক ছাত্রলীগ নেতা বলেন, কম বেশী আওয়ামী লীগের সব অঙ্গ-সংগঠনেই অনুপ্রবেশকারী আছে। ছাত্রলীগও বাদ যায়নি। তবে চিিহ্নত শিবির কর্মী হুট করে ছাত্রলীগের সভাপতির প্রার্থী হওয়াটা বিস্ময়ের। নীত নির্ধারকরা বিষয়টি আমলে নিয়ে সিদ্ধান্ত নিবেন আশা করছি।
অভিযুক্ত সাবেক শিবির কর্মী মেজবাহ উদ্দিন বলেন, মাদরাসায় পড়া-লেখা অবস্থায় তাদের সাথে যাওয়া আসা করতাম। তবে কোন পদ-পদবিতে ছিলাম না।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক বলেন, মাদক থেকে জড়িত ও অনুপ্রবেশকারী এমন ছাত্রদের ছাত্রলীগের কমিটিতে আসার কোন সুযোগ নাই।