সারাদেশে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উধ্বগতির প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন করেছে সেনবাগ উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা কমীরা।
বৃহস্পতিবার বেলা ১১ টারদিকে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুন, নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী ও ইউপি চেয়ারম্যান আমিন উল্যা বিএসসি, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী শহীদুল আলম, নবীপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ কমিশনার, কাদরা ইউপি বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন মেম্বার, কাবিলপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, যুবদল নেতা মহিন উদ্দিন,স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ ইসমাইল,সেক্রেটারী সামছুল হক সামু, ছাত্রনেতা মজিবুর রহমান, শাহাদাত হোসেন সুজন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।