ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজার এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ মুকুল (৩৮) নামে এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার সাফদারপুর বাজার সংলগ্ন দাঊদ হোসেনের বাড়ির এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশের একটি টিম।আটককৃত আসামি মুকুল সাফদারপুর ইউনিয়নের সুয়াতি গ্রামের রুস্তম আলীর ছেলে।
মডেল থানা পুলিশের এসআই তৌফিক আনাম জানান, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সঙ্গীয় এস আই জাহিরুল ইসলাম ও কর্তব্যরত ফোর্স সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার সাফদারপুর বাজার এলাকায় অভিযান কালে সন্দেহাতীতভাবে মুকুল নামে এক যুবককে আটক করা হয়। সে পেশায় একজন ইজিবাইক চালক। এ সময় তার কাছে তল্লাশী করলে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলার প্রক্রিয়াধীন চলছে। সত্যতা নিশ্চিত করেছেন মডের থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম।