ঝিনাইদহের মহেশপুরে আলমসাধূর চাপায় এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। বুধবার বিকালৈ উপজেলার পুরন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আলমসাধূর চাপায় উপজেলার পুরন্দপুর গ্রামের দত্তরবেড়ে পাড়ার মৃত-হাফেজ আলীর ছেলে জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে পুরন্দপুর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, এ সময় ফতেপুর থেকে আসা মাছ বোঝায় একটি আলমসাধূ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠিয়েছি।