ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদী দখল,দুষন থেকে রক্ষার জন্য বৃহস্পতিবার দুপরে বিআইডব্লিউটিএর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিনা করে বিআউডিব্লিউটিএর আশুগঞ্জ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বিআউডব্লিইএর উপপরিচালক মোহাম্মদ মহিদুল্লাহ জানান,মুজব শতবর্ষে মুজিব বর্ষেও অঙ্গিকার নদী রাখব পরিস্কার এই স্লোগানকে সামনে রেখে নদী দখল,দুষন থেকে রক্ষার জন্য জনগণকে সচেতন করার জন্য আমরা বিআউডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে নদীতে যেন কেউ ময়লা আবর্জনা ফেলে দুষন করতে না পারে সেজন্য জনগণকে সচেতন করার আমরা কাজ করছি। এরপরও কেউ যদি নদীতে ময়লা ফেলে নদী দুষন করার চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।শুধু তাই নয় নদী তীরে ময়লা আবর্জনা আমরা নিজেরা পস্কিার করে এক জাগায় জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে নষ্ট করে দিয়েছি।এই অভিযান একটি অব্য্যাাহত প্রক্রিয়া। ভবিষ্যতে এই ধরনের অভিযান চলবে বলে তিনি নিশ্চিত করেন।