বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির পদত্যাগের দাবীতে সরাইলে জাতীয়তাবাদী দল ও (বিএনপি) এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সরাইল প্রেসক্লাব সংলগ্ন সড়কে দেশে দ্রব্য মূল্যের চরম উর্ধ্বগতির প্রতিবাদে সরাইল উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাষ্টরের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও সরাইল বিএনপি’র সাবেক সদস্য মোছা. শামীমা আক্তার, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মো. জহির উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক-১ মো. আজমল হোসেন ছোটন, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মো. নাজমুল আলম খন্দকার মুন্না, ছাত্র দলের সভাপতি মো. ইসমাইল হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মো. স্বপন ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্রমূখ। আনোয়ার হোসেন বলেন, ২০ টাকা কেজি পেঁয়াজ আজ ৮০ টাকা। আর ৮০ টাকার ভোজ্য তেল ১২০ টাকা হয়েছে। সকল দ্রব্যমূল্যই আজ চরম উর্ধ্বগতি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এ অবস্থায় বর্তমান সরকার ও বাণিজ্য মন্ত্রীর আর ক্ষমতায় থাকার অধিকার নাই। আমরা এই অগণতান্ত্রিক ও অবৈধ সরকারের বাণিজ্য মন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি।