ইংরেজি নববর্ষ পালন কালে মদ্যপান করে ছ'যুবকের মৃত্যু হয়েছে এবং ২৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বর্ষ বরণ করতে গিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মদ্যপান করায় শরীরে বিষক্রিয়া ঘটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মরনের যুদ্ধ করছেন তারা। অবস্থাপন্নরা তাদের আক্রান্ত সন্তানকে সেখান থেকে নিজ দায়িত্বে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা নিচ্ছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে সমাজের প্রভাবশালী ধনী পরিবারের সন্তান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভিন্ন অসুখের কারণ উল্লেখ করে। আর এ কথা স্বীকার করেছেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। মদ্যপানে আসক্ত সবাই জানতে পারলে তাদের মান যাবে। তাই এ কৌশল।
মদ্যপান শারীরিক সুস্থতা জন্য ক্ষতিকর। এটা সবারই জানা। তাছাড়া দেশে প্রকাশ্যে মদ্য কেনাবেচা অপরাধ হিসাবে গণ্য। এজন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তৃণমূলের পুলিশ, র্যাব সহবিভিন্ন বাহিনী তৎপর। কিন্তু তারপরও প্রায়ই মদ্যপান করে অসুস্থ হবার কথা আমরা শুনতে পাই, সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। একটা ঘটনা ঘটে যাওয়ার পর টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর। রাজশাহী মহানগরীর শিমুলতলা ক্লাবে মদ্যপান করে ছ’জনের মৃত্যু ও ২৮জনের আশঙ্কাজনক অবস্থার পরে রাজপাড়া থানা তৎপরতা শুরু করেছে। অথচ এই ক্লাবে মদ্যপান ও জুয়া খেলা নিয়ে অনেক আগেই ডায়েরি করা ছিল। সেই অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নিলে দুঃখজনক এ বিয়োগান্তক ঘটনা ঘটত না।
মদ্যপানে কয়েক বছর আগে গাইবান্ধা ও ট্রেজেডি নরসিংদি ট্রেজেডি সারা দেশের মানুষকে দারুণভাবে আলোড়িত করেছিল। তখন পূজা-পার্বণের কারণে তারা মদ্যপান করে আনন্দের সাগরে ভাসতে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয়। এছাড়াও উৎসব-আনন্দে সারাদেশেই মদ্যপান করে মানুষের অসুস্থ হওয়া বা মৃত্যুবরণ করার খবর শোনা যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়, তারপর যা ছিল তাই। মদ্য কেনাবেচায় নিয়ন্ত্রণের কথা থাকলেও উঠতি বয়সের যুবকরা সহজেই তা সংগ্রহ করতে পারে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকাসক্তদের গ্রেফতার করার ঘটনা ঘটলোও মদ্যপান থেকে তাদের বিরত করা সম্ভব হচ্ছে না।
রাজশাহীতে মদ্যপানে আক্রান্ত সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ বয়সে ছেলেদের মাঝে একটু বেপরোয়া ভাব লক্ষ্য করা যায়। তবে তারা অবুঝ নয়। নিজেদের ভালো-মন্দ বিবেচনা করতে পারেন সহজেই। তবে অনেক সময়ই সঙ্গদোষে অনেকে মাদক আসক্ত হয়ে পড়েন। সেজন্য অভিভাবকদের উচিত সন্তানের ব্যাপারে সচেতন হওয়া এবং তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করা। তারা কোথায় কার সাথে মিশছে,কোথায় যাচ্ছে সর্বোপরি কি করছে তার খোঁজ খবর নেয়া।
চলমান সময়ে সিঙ্গেল ইউনিক ফ্যামিলির কারণে সবাই নিজ নিজ কাজে ব্যস্ততার কারণে নিকটজনদের সাথে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে। আর ক্রমর্ধমান বেকার সমস্যার কারণে হতাশাগ্রস্ত যুবক মাদকাসক্ত হয়ে উঠতে পারে। শুধু পারিবারিকভাবে নয় রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে বেকারদের কর্মসংস্থান করে পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা বিধান করা।
মাদক ব্যবসা ও ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক তৎপরতার কথা শোনা যায়। মাঝে মাধ্যে মাদকের বড় বড় চালান আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু দুর্ভাগ্যক্রমে এর সাথে জড়িত রাঘববোয়ালরা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যান। পেটের দায়ে মাদক বহনকারী শ্রমিকরাই জেলের ঘানি টানেন। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরী করতে নানা সভা সেমিনার,মিডিয়ায় লেখালেখি হচ্ছে অবিরত। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। মাদককে না বলুন শ্লোগান হিসেবে জনপ্রিয় হলেও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে পারছে না। তাই আজ সময় এসেছে নিজেদের সচেতন করার। রাজশাহী ঘটনা থেকে শিক্ষা নিয়ে যুবসমাজকে প্রতিজ্ঞা করতে হবে মাদক সেবন করব না। কেউ করলে তার ধারে কাছে যাবো না। মনে রাখতে হবে জাতির সবচেয়ে কর্মঠ শক্তি হচ্ছে যুব সমাজ। সেই শক্তিকে অবহেলা অযতেœ নষ্ট হতে দেয়া যাবে না। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তাদের তৎপরতা বাড়াতে হবে এবং মাদক ব্যবসায় যুক্ত রাঘোব বোয়ালদের খুঁজে বের করে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।