রংপুর লালবাগ কেডিসি রোড সংলগ্ন আল জামিয়াতুল সুলতান-নগর কওমি মাদ্রাসার ছাত্র রায়হান মিয়া (১১), গত ২ জানুয়ারী (২০২১ ইং) তারিখ শনিবার সন্ধা ৬টায় মাদ্রাসার সামন থেকে হারিয়ে যায়। তার গায়ের রং- ফর্সা, লাম্বা-৩ফিট ২ ইঞ্চি, পরনে সাদা পায়জামা ও পাঞ্জাবী ছিলো। এ ঘটনা জানতে পেরে রায়হানের বাবা বুলবুল হোসেন বুলু (৩০) গত ০৩/০১/২০২১ ইং তারিখে বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যাহার জিডি নং-১২১। কোন সহৃদয় বেক্তি ওই ছেলেটির সন্ধান পেলে দ্রুত নি¤œ ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ ঃ মোবাইল নং- ০১৩০৭-৩৫০৯১৯, ০১৭১৩-৭৮০৪৭৮,০১৭২৫-৪১৫০৭৫।