পূর্ব ঘোষণা ছাড়াই গত ৪ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অন্তর্গত ৮টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন পকেট কমিটি ঘোষণা করে গজারিয়া উপজেলা ছাত্রলীগ। সদ্য ঘোষিত কমিটিতে স্থান পাওয়া অধিকাংশই ছাত্রদল কর্মী ও বিতর্কিত। এদিকে এসব কমিটি ঘিরে তুমুল সমালোচনার সৃষ্টি হওয়ায় তোপের মুখে গাঁ ঢাকা দিয়েছে কমিটি অনুমোদনকারী গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন এবং সাধারণ সম্পাদক আহমেদ রুবেল।
এ কমিটির পিছনে পদ বাণিজ্যের অভিযোগ তুলেছে খোদ জেলা ছাত্রলীগ। মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানিয়েছেন, টাকার বিনিময় ছাত্রদল কর্মীদের নিকট পদ বিক্রি করা হয়েছে, প্রাথমিক তদন্ত শেষে আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছেন তারা।তিনি বলেন, এর আগেও নানা বিতর্কিত কর্মকা-ে জড়িয়ে নাটকীয়তার জন্ম দিয়েছিলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন এবং সাধারণ সম্পাদক আহমেদ রুবেল। সে সময় তাদের প্রতি জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ নমনীয় থাকলেও এবারের অভিযোগ গুরুতর হওয়ায় তাদের বিরুদ্ধে যাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয় সেজন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করবেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের আরেক প্রভাবশালী নেতা জানান, তাদের এরকম কা-ে জেলা ছাত্রলীগ বিব্রত। সামাজিক যোগাযোগ মাধ্যম এ-সংক্রান্ত আলোচনায় সরগরম এমনকি ছাত্রদল কর্মীরা কটু কথা বলছে।
খবর নিয়ে জানা যায়, কোনরূপ পূর্বঘোষণা ছাড়া গত ৪ জানুয়ারি গজারিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান হোসেন এবং সাধারণ সম্পাদক আহমেদ রুবেল গজারিয়া উপজেলার অন্তর্গত ছাত্রলীগের ৮ টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন পকেট কমিটি গঠন করে। কোনরকম সম্মেলন, সাক্ষাৎকার, সিভি জমা নেওয়া বা খোঁজ খবর না নিয়ে মাত্র তিন ঘন্টার ভিতরে গঠন করা হয় নতুন কমিটি। পরে জানা যায় নতুন কমিটি অনুমোদনকে ঘিরে বিপুল পরিমাণ টাকা বাণিজ্য করা হয়েছে। টাকার বিনিময় কমিটিতে স্থান দেওয়া হয়েছে চিহ্নিত ছাত্রদল কর্মী ও বিতর্কিতদের।
সদ্য ঘোষিত গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে আমিনুল ইসলাম শুভকে। সে একজন সক্রিয় ছাত্রদল কর্মী এবং গত কিছুদিন আগেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা গেছে তাকে। কমিটিতে সভাপতি করা হয়েছে রিয়াদ আহম্মেদ জুয়েল নামে একজনকে যে কিনা ধর্ষণ মামলার এক নম্বর আসামি।
গুয়াগাছিয়া ইউনিয়নে কমিটির সভাপতি করা হয়েছে ছাত্রদল কর্মী শেখ শাকিলকে এবং হোসেন্দী ইউনিয়ন কমিটির সহ-সভাপতি করা হয়েছে সক্রিয় ছাত্রদল কর্মী রাকিবুল ইসলামকে। শুধু তারা নয় অন্তত চার ইউনিয়ন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ পেয়েছে ছাত্রদল কর্মীরা। বাকি যাদের কমিটিতে স্থান দেয়া হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন মাদক মামলায় জেল খাটা আসামি, রাজনীতিতে নিষ্ক্রিয় এবং অছাত্র।
বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি জোবায়ের জাহাঙ্গীর ও ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল ভূঁইয়া জানান,বিতর্কিত এবং গঠনতন্ত্র বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে বহিষ্কারের দাবিতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান করবে গজারিয়া উপজেলা ও ইউনিয়ন কমিটির ছাত্রলীগের নেতাকর্মীরা। আগামী দু-একদিনের মধ্যে তাদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করবে।
এদিকে খবর নিয়ে জানা গেছে,গজারিয়া উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আহমেদ রুবেলের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। তৈরি পোশাকশিল্পের মালামাল চুরির দায়ে কয়েকদিন আগে তাকে আটক করে সাভারের আশুলিয়া থানা পুলিশ। তার দেওয়া তথ্যমতে উদ্ধার করা হয় চুরি করা মালামাল। বেশ কয়েক দিন জেল খেটে সম্প্রতি সে জামিনে বের হয়েছে। দেশের প্রায় সব গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রচারিত হয়েছে। শুধু তৈরি পোশাক শিল্পের মালামাল চুরি নয় মহাসড়কে চলাচল করে বিভিন্ন যানবাহনের চুরি,ডাকাতি, ট্রাক থেকে চাঁদা আদায়, জোরপূর্বক অন্যের জমি দখল, কমিটিতে পদ দেওয়ার নামে অসহায় কর্মীদের কাছ থেকে টাকা নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার এসব কর্মকা-ে গজারিয়া উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও বিব্রত। এদিকে বর্তমান কমিটির সভাপতি সোলায়মান হোসেন রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয়, দীর্ঘদিন ধরে বিয়ে করে সপরিবারে তিনি ঢাকাতে থাকছেন তার অনুপস্থিতিতে রীতিমতো সাংগঠনিক কার্যক্রম ভেঙে পড়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর ছাত্রলীগ কর্মীদের তোপের মুখে পড়েছেন তারা। উপজেলা ছাত্রলীগ এবং ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান এবং সাবেক কমিটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে। এমতাবস্থায় গত কয়েকদিন ধরে তাদের এলাকায় দেখা যায়নি, ভয়ে গাঁ ঢাকা দিয়েছেন তারা। এদিকে বিতর্কিতদের বহিষ্কারের দাবিতে গত তিনদিন ধরে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে সাবেক কমিটির নেতা কর্মীরা।