 
		
	চাঁদপুরের ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুমিল্লার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। 
মঙ্গলবার ৫জানুয়ারী বিকেলে উপজেলার মনতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে। 
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের আবুল কালামের ছেলে মাসুদ (২৮) আফতাব আলীর ছেলে রহিম (২৭) ফরিদগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।