রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরকে রোডের এক চিকিৎসক (৬৩), কুড়িগ্রাম ফুলবাড়ির এক বৃদ্ধ (৬৭), রংপুর নগরীর হাজীপাড়ার এক পুরুষ (৩১), ওয়ান ব্যাংকের এক ব্যাংকার (২৭)। মঙ্গলবার ১২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৯৩৭ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৪৬৯ জন ও মারা গেছেন, ৬৯ জন।