রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ বিকেলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি)দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ বলেন উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অনেকটাই বেশি এ কারণেই পুলিশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেট্রোপলিটন এলাকায় যেসব গরীব ও দুস্থ মানুষ রয়েছে তাদের মাঝে কম্বল বিতরণ করা হবে পর্যায়ক্রমে।
এই সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফহোসেন,সহকারি উপ-পুলিশ কমিশনার (কোতয়ালি জোন) আলতাফ হোসেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ উপস্থিত ছিলেন।