মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সহায় সম্বলহীন মানুষের জন্য ২ রুম, শৌচাগার, কিচেন,বারান্দাসহ সেমিপাকা ঘর বরাদ্দ যা বাস্তবায়নাধীন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি সোমবার খুলনা জেলার দিঘলিয়াতে ভৈরব নদের তীরে ২১ টি ঘরের নির্মাণকাজ পরিদর্শন শেষে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন এর নির্দেশনায় ওই প্রকল্পের কাজ দ্রুত সঠিকভাবে ও মানসম্মত আবাসন হচ্ছে তিন’শ বলে জানা যায়।
অসংখ্য আবেদনের মধ্য থেকে কর্তৃপক্ষ সরেজমিনে যাচাই বাছাই করে দিঘলিয়ার ৭০টি অসহায় পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছে এবং আগামী দিনে অনেককে দেওয়ার সুযোগ আসবে বলে জানান।
এই প্রকল্পের শুরু থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, সহকারী কমিশনার ভূমি, পি আই ও, উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ, সুধীবৃন্দ,স্বেচ্ছাসেবকবৃন্দ,দিঘলিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করে চলেছেন।