স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ নানা বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্যাথলজি মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জন স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া বেসরকারী ডায়াগণষ্টিক সেন্টার গুলো যথারীতি সরকারি ঘোষনা মোতাবেক সকল নিয়মনীতি মেনে পরিচালনা করার নির্দেশ দেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্বাছ হোসেন, সাধারন সম্পাদক মো. লূৎফুর রহমান কাজল, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান, ফেয়ার ডায়াগনষ্টি সেন্টারের মালিক ফরহাদ হোসেন, চন্দ্রগঞ্জ জেনারেল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় লক্ষ্মীপুর জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলার রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ ও সদর উপজেলার প্যাথলজি মালিকরা উপস্থিত ছিলেন।