ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ টানার লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শহীদুল হক নবী (৪৮) ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাটি গত সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে গফরগাঁও-ভালুকা সড়কে হাটুরিয়া এলাকায় ঘটে।
নিহত মোটরসাইকেল চালক নবী হোসেন গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে দুই আরোহীসহ নবী হোসেন মোটরসাইকেল চালিয়ে গফরগাঁও-ভালুকা সড়ক দিয়ে যাওয়ার পথে হাটুরিয়া এলাকায় গাছ টানার লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নবী হোসেনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয় ও অপর দুই মোটরসাইকেলের আরোহী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় জনতা ঘাতক লড়িটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধারসহ লড়িটি আটক করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ অনুকূল সরকার বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগে ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।