মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ফসলি জমির মাটি কাটার দায়ে ৪ মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ।
মঙ্গলবার দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ মাটি ব্যবসায়ী মো. আবদুল (৩৬), রতন মীর (২৪), মো.ফালান (৩৫) এবং মো. রশিদকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।