সরাইলে গত সোমবার সন্ধ্যায় দুটি ইটভায়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছে। ইটভাটা দুটি হচ্ছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সানু ব্রিকস ও একই ইউনিয়নের আঁখিতারা গ্রামের উদয় ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রভাবশালী দুই ব্যক্তি কয়েক বছর ধরে অবৈধভাবে ইটভাটা চালিয়ে আসছেন। তাদের কোনো বৈধ অনুপতিপত্র নেই। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গেলে দুই ইটভাটার মালিক ও সকল কর্মচারী পালিয়ে যান। ভ্রাম্যামাণ আদালতের নেতৃত্বে ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।
ইউএনও) আরিফুল হক মৃদুল বলেন, ‘ইটভাটা দুটিকে চার লাখ করে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে বৈধ অনুমোদন আনতে না পারলে ইটভাটাদুটি বন্ধ করে দেওয়া হবে।’