বিজ্ঞ আদালতের স্থগিতাদেশ আমান্য করে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের ইসরাফিলগংদের বিরুদ্ধে মামলাধীন জায়গা জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজের প্রস্ততির অভিযোগ উঠেছে। সূত্রে জানাযায়, মোল্লাকান্দা মৌজার আর এস ২১৭৮ নং খতিয়ানের ৬৮৩২ নং দাগে বাড়ির পরিমান ২৩ শতাংশ। ইহা হতে ৪.৪২ শতাংশ বাড়ি মুন্সীগঞ্জ মাননীয় বিজ্ঞ অতিরিক্ত ম্যুজষ্ট্রেট আদালতের স্থগিতাদেশ বলবৎ রয়েছে। যাহার পিটিশন মামলা নং- ২৩৮/২০২০। ভূক্তভোগী বাঘড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিসেস রাজিয়া সুলতানা বলেন, বিজ্ঞ আদালতের প্রতি কোন ধরনের সম্মান না করে গত ৩ জানুয়ারী রোববার ইসরাফিল (৪০), সামছু মোল্লা (৫৫), সুমন(৩৮),আউয়াল (৪০), হাজেরা বেগম(৫২),মালেকা(৫৩)সহ তার লোকজন নিয়ে জোর পূর্বক নালিশী সম্পত্তির বাঁশ ঝারের ৩৫টি বাশঁ কেটে টিউবওয়ের,বাথরুম নির্মান করেন। পাকা স্থাপনা নির্মান কাজের চেষ্টার সময় আমি বাঁধা দেই। এতে প্রতিপক্ষ দখলদারগন ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে আমিসহ আমার পরিবারকে জীবন নাশের হুমকি প্রদান করেন। আমরা কোন ধরনের প্রতিবাদ না করে ঘরে চলে যাই। আদালতের স্থগিতাদেশ ভঙ্গ করে নালিশী জমিতে যে কোন সময় পাকা স্থাপনা নির্মান করতে পারে এমন আশঙ্কা করছে ভূক্ত ভোগী পরিবার। এ বিষয়ে ৪ জানুয়ারী স্বারক নং ঃ জেঃপঃম/অঃজেঃম্যাৎআঃ ২১-০৩(সং) কর্মকর্তা ইনচার্জ শ্রীনগর থানাকে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। বিজ্ঞ আদালতের অস্থায়ী নিশেধাজ্ঞার আদেশ অমান্য করে প্রতিপক্ষের বে আইনীভাবে কাজ করার বিষয়ে প্রসাশনের ঊর্ধ্বতন কতৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় আইনগত হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী পরিবার।