ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামে সহপাঠী প্রেমিকার সাথে অভিমান করে সৌরভ দপ্তরী (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী গত সোমবার রাতে নিজ বসতঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পাগলা থানার পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম দপ্তরীর ছেলে ও গয়েশপুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ দপ্তরীর সাথে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈর গ্রামের একই কলেজের সহপাঠী এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় দুই জনের দেখাশুনা না হলেও মোবাইলে যোগাযোগ হতো। সোমবার রাতে মোবাইলে দু’জনের কথা বলার পর অভিমান করে সৌরভ দপ্তরী নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি বেধে ফাঁসিতে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন পাগলা থানায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ সকালে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ শাহিনুজ্জামান খান বলেন, কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।