রংপুরের পীরগাছায় স্বামী বাড়িতে না থাকায় এক সিএনজি চালকের স্ত্রীকে হাত-পা ও মুখ বেধে মারপিট করেছে হত্যার চেষ্টা করে মৃত ভেবে অচেতন অবস্থায় বাড়ির পাশে একটি গর্তে ফেলে রাখার অভিযোগ করছেন তার স্বামী মোহাম্মদ আলী। আর ঘটনাটি ঘটেছে গত ২ জানুয়ারী রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি কাবিলাপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি এজাহার দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মোহাম্মদ আলীর সাথে তার প্রতিবেশি মোজাম্মেল হকের ছেলে সুজন মিয়া, ইউনুছ মিয়া, জমির উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক এবং জাহিদুল ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ১লা জানুয়ারী বিকেলে মোহাম্মদ আলীর একটি ছাগল ফসল খাওয়ার অভিযোগে বেধে রাখে প্রতিপক্ষরা। পরে মোহাম্মদ আলী ছেলে রুবেল মিয়া তাদের ছাগলটি আনতে গেলে ওই বিবাদীগণ তাকে ও তার বোন মীম আক্তারকে বেদম মারপিট করেন। পরে তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পরদিন ২ জানুয়ারী গভীর রাতে ওই বিবাদীরা মোহাম্মদ আলীর স্ত্রী রোমেজা বেগমকে ঘুম থেকে ডেকে তুলে আর্তকিত ভাবে হাত-পা ও মুখ বেধে তুলে নিয়ে যান এবং ব্যাপক মারপিট করে মৃত ভেবে বাড়ির পাশে একটি গর্তে ফেলে রাখেন। ওই রাতেই স্বামী মোহাম্মদ আলী ঢাকা থেকে বাড়িতে এসে স্ত্রীকে খোজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে অচেতন অবস্থায় পান এবং দ্রুত পীরগাছা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি এজাহার দেয়া হলেও এখনো রেকর্ডভূক্ত হয়নি। ঘটনার বিষয়ে বিবাদীদের সাথে যোগায়োগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে পীরগাছা থানার এসআই সেলিম রেজা বলেন, ভিকটিমের স্বামীর দেয়া অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।