রংপুরের পীরগাছায় সেই বৃদ্ধ দম্পতিকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কৈকুড়ী ইউপি’র চেয়াম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সমাজ সেবক শাহ মোঃ শাহেদ ফারুক। মঙ্গলবার তিনি ওই বৃদ্ধার বাড়িতে যান এবং তার সার্বিক খোঁজ খবর নেন। এ সময় নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঘর নির্মাণের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, উপজেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, কৈকুড়ী ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী লেবু প্রমুখ। এর আগে ওই আওয়ামী লীগ নেতা সহযোগিতায় স্বেচ্ছা রক্তদান সংগঠন বিন্দু’র সভাপতি ফারুক হোসেন এবং সাধারন সম্পাদক শাহ শারেখ জয় চাল, ডাল, কাঁচা বাজার, মশলা ও মাংস নিয়ে ওই বৃদ্ধা দম্পতির হাতে তুলে দেন।