মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে কে টিভি বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কে টিভি পরিবারের আয়োজনে প্রেসক্লাবের সহযোগিতায় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
কে টিভি বাংলা জেলা প্রতিনিধি আবদুল্লা আল মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম ও লেখক গবেষক ড. সাইদুল ইসলাম খান অপু।
এ সময় আরো আতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবর সভাপতি ইমতিয়াজ বাবুল, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন সহ প্রেসক্লাবের আন্যান্য সদস্যবৃন্দ।