রংপুরের সদর উপজেলার ঠাকুরদাস হিন্দু পাড়ায় হামলা চালিয়ে বাড়ি ঘর জ¦ালিয়ে দেয়া মালামাল লুট সহ তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় ৪৪জন আসামি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোয়েবুর রহমান দুপুরে এ আদেশ দেন।
আসামী পক্ষের আইনজিবীরা আসামীদের মিথ্যা ভাবে পুলিশ জড়িত করেছে দাবি করে জামিনের আবেদন করেন। কোট সিএসআই জামিনের বিরোধীতা করে বক্তব্য দেন। শুনানী শেষে আদালত আসামীদের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর পুলিশী পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য ২০১৭ সালের ১০ নভেম্বর তারিখে ফেস বুকে একটি ষ্টাটাসদেয়াকে কেন্দ্র করে ঠাকুরপাড়া হিন্দু পাড়ায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় গঙ্গচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২শ ২৫ জনের নামে চার্জসীট দাখিল করে। আদালত চার্জসীট গ্রহন করে আসামীদের নামে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন।